কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত ঢাকা ফেরত পুলিশ সদস্য

0
224
কুষ্টিয়ার খোকসায় করোনা আক্রান্ত ঢাকা ফেরত পুলিশ সদস্য

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলাতে ঢাকা থেকে ফেরত আসা এক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। কাজী আতাউল (৩৫) নামে ঐ পুলিশ সদস্য উপজেলার ওসমানপুর ইঊনিয়নের ওসমানপুর গ্রামের রতন কাজীর ছেলে।

ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এক উপপরিদর্শক (এসআই) গতকাল মঙ্গলবার কুষ্টিয়ার খোকসা উপজেলায় নিজ বাড়িতে আসেন। গ্রামের বাড়িতে আসার আগে তিনি ঢাকার একটি হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। আজ বুধবার সকালে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানতে পারেন।

আজ, বুধবার (২২ এপ্রিল) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কামরুজ্জামান সোহেল। 

তিনি বলেছেন, খোকসা উপজেলায় একজন করোনা আক্রান্ত হয়েছেন। এ ব্যাপারে সংক্রমণ এড়াতে পুরো গ্রাম লকডাউন করা হয়েছে। 

ওসমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, বর্তমান করোনা আক্রান্ত ঐ পুলিশ সদস্য বাড়িতে অবস্থান করছেন। খোকসা থানার নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি জহুরুল আলম ও পুলিশ সদস্যরা এলাকায় এসেছেন। আশেপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি চলছে। 

এই নিয়ে একদিনেই কুষ্টিয়া জেলাতে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত । দৈনিক বার্তা ২৪ / ২২ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here