কুষ্টিয়ায় করোনা রোগীর পাশে জেলা প্রশাসন

0
89
কুষ্টিয়ায় করোনা রোগীর পাশে জেলা প্রশাসন

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক জনাব আসলাম হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা সামগ্রীর অংশ হিসেবে কুষ্টিয়া জেলা শহরের বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এসময় তিনি জানান আক্রান্ত রোগীদের ১৪ দিন ঘরে বন্দী থাকতে বলে, এমতাবস্থায় তাদের পরিবারের লোকজন বাইরে যেতে পারছে না তাই তাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ১৪ দিনের খাদ্যসামগ্রী পৌঁছে দেন।

এছাড়া জেলা প্রশাসন যে তাদের পাশে আছে এটা তাদের মনোবলকে শক্ত হয়েছে। প্রতিটি ঝুড়িতে ৩০ আইটেমের ১৪ দিনের খাদ্যসামগ্রী দেওয়া হয়। এর মধ্যে মিনিকেট চাল ২৫ কেজি, ডিম ৩০টি, দুধ ২ লিটার, মাল্টা ২ কেজি, আপেল ২ কেজি, লিচু ৮০টি, ছোলা ১ কেজি, লেবু ২০টি, গাজর ৫০০ গ্রাম, আমলকি ৫০০ গ্রাম, কাজুবাদাম ২০০ গ্রাম, আলু ৫ কেজি, সয়াবিন তেল ২ লিটার, লবণ ২ কেজি, চিনি ২ কেজি, সুজি ১ কেজি, মসুর ডাল ২ কেজি, সাবান ২টি, হ্যান্ড স্যানিটাইজার ২টি, আদা ৫০০ গ্রাম, কালোজিরা ২৫০ গ্রাম, লবঙ্গ ২৫ গ্রাম, তেজপাতা ১০০ গ্রাম, দারুচিনি ১০০ গ্রাম, ম্যাগি স্যুপ ৫টি, নুডলস ৮ প্যাকেট, খেজুর ১ কেজি, অ্যান্টিহিস্টাসিন ৫ পাতা, সিভিট ৫ পাতা, প্যারাসিটামল ৫ পাতা রয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ওবায়দুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম (এনডিসি)ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here