কেশবপুরে বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত দুটি অবৈধ ইট ভাটা উচ্ছেদ

0
114
কেশবপুরে বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালিত দুটি অবৈধ ইট ভাটা উচ্ছেদ

আবু হুরাইরা রাসেল নিজস্ব প্রতিনিধি: কেশবপুরে বৈধ কাগজপত্র না থাকায় রবিবার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ২টি অবৈধ ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা যায়, ঢাকা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে যশোর অফিসের সহযোগিতায় উপজেলার সাতবাড়িয়ার সুপার ব্রিক্স ও বেগমপুরের রিপন ব্রিক্সের ইট পোড়ানো চিবনী ও কাঁচা ইট এক্সকেভেটর দিয়ে ভেঙ্গে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইদ আনোয়ার ও কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।

২০১৮ সালে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মেসার্স রোমান ব্রিক্স, মেসার্স সুপার ব্রিক্স ও মেসার্স জামান ব্রিক্স ভেঙ্গে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here