কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি ও মোবাইল চুরির মামলায় গ্রেফতার- ৩

0
89
কেশবপুরে সাজাপ্রাপ্ত আসামি ও মোবাইল চুরির মামলায় গ্রেফতার- ৩

আবু হুরায়রা রাসেল, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুরে চেক জালিয়াতি মামলায় ৮ মাসের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীনের নির্দেশে যশোর কোতয়ালী থানাকে অবহিত করে শনিবার রাতে কেশবপুর থানার উপপরিদর্শক তাপস কুমার রায়ের নেতৃত্বে যশোর কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তির নাম শেখ রফিকুল ইসলাম মিলন (৩৫)। সে উপজেলার চিংড়া গ্রামের শওকত আলীর ছেলে।

অপর দিকে, একই দিন দুপুরে কেশবপুর থানার উপপরিদর্শক ফজলে রাব্বি সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার মূলগ্রাম গ্রামে অভিযান চালিয়ে মোবাইল চুরির অপরাধে স্বদেশ অধিকারীর ছেলে সজিব অধিকারী (২৩) ও একই গ্রামের লক্ষণ নন্দনের ছেলে দেবরাজ নন্দনকে (২১) গ্রেফতার ও চুরিকৃত মোবাইল ফোন উদ্ধার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, আটককৃতদের রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here