কেশবপুর সদর ইউনিয়নের একটি ওয়ার্ড রেড জোন ঘোষণা করলেন: নিবার্হী অফিসার

0
114
কেশবপুর সদর ইউনিয়নের একটি ওয়ার্ড রেড জোন ঘোষণা করলেন: নিবার্হী অফিসার

আবু হুরাইরা রাসেল, যশোর প্রতিনিধি: যশোরের কেশবপুর সদর ইউনিয়নের একটি ওয়ার্ড রেড জোন ঘোষণার কারণে রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এলাকাটি লক ডাউন করেছেন। এ সময় এলাকা বাসিকে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা প্রমূখ। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াই কেশবপুর ইউনিয়ন কে গত ২০ জুন যশোরের সির্ভিল সার্জন ও করোনা ভাইরাস প্রতিরোধক কমিটির সদস্য সচিব ডাক্তার শেখ আবু শাহীন স্বাক্ষরিত চিঠিতে রেড জোন ঘোষণা করেন।

এ ব্যাপারে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দীন আলা জানান কেশবপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। এ ইউনিয়নের বালিয়াডাঙ্গা ও সুজাপুর গ্রাম প্রশাসন লক ডাউন করেছেন বলে তথ্য নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here