গাইবান্ধায় বিদেশ ফেরত ৪৮৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

0
180
গাইবান্ধায় বিদেশ ফেরত ৪৮৫ জনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা

আতোয়ার রহমান রানা, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় গত মার্চ মাসে বিদেশ থেকে আসা ৪৮৫ জনকে এখনো খুঁজে পাচ্ছে না । সেসব বিদেশ ফেরতদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকলে ভাইরাসটি আরও অনেকের মধ্যে ছড়িয়ে পড়ার আশংকা করা হচ্ছে। তাই বিদেশ ফেরতদের তথ্য জনপ্রতিনিধি, ইউএনও এবং ওসিসহ স্বাস্থ্য বিভাগের যে কাউকেই জানাতে বলা হয়েছে।

গত ১ মার্চ থেকে বিদেশ ফেরত ৯২৯ জন ব্যক্তি গাইবান্ধার সাত উপজেলার নিজ বাড়ীতে এসেছেন। তাদের মধ্যে ৪৪৪ জনকে খুঁজে পাওয়া গেছে। খোঁজ না পাওয়া ৪৮৫ জনকে এখনো খোঁজা হচ্ছে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ক্যাচমেন্ট এলাকায় সম্প্রতি বিদেশ ফেরত কেউ থাকলে তাদের খোঁজ দিতে গত ২১ মার্চ গাইবান্ধার জাতীয় তথ্য বাতায়নে জেলা প্রশাসন একটি নোটিশ দিয়েছে। ওই নোটিশে বিদেশ ফেরতদের তথ্য ইউএনও, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার ওসিদের জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে এসব তথ্য জানা গেছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here