গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন তীব্র রুপ নিয়েছে

0
98
গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন তীব্র রুপ নিয়েছে

আতোয়ার রহমান রানা,গাইবান্ধা প্রতিনিধিঃ নদীর এ কুল ভাঙ্গে অন্য কুল গড়ে এই তো নদীর খেলা।আর এই চিরো চেনা খেলার মাঝে প্রতি বছর পড়তে হচ্ছে ব্রহ্মপুত্র তীরের মানুষদের। একদিন যাদের সব ছিল
আজ তাদের অন্যের আশ্রিত হয়ে থাকতে হচ্ছে।বাপ,দাদার সম্পত্তি ব্রহ্মপুত্রে তীব্র ভাঙ্গনে বিলিন হয়েছে।
কথা গুলো বলছি, গাইবান্ধা সদর উপজেলার কামারজানীর গোঘাট ও মাঝি পাড়ার শত শত পরিবারের মানুষের জীবনের গল্প।এদের মাঝে রজতকান্তি বর্মন,কয়েক দিন আগে সব ছিল কিন্ত ব্রহ্মপুত্র গ্রাসে সব বিলিন হয়েছে এখন মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই।

এমনি শত শত পরিবার নদীর পাড়ে দাঁড়িয়ে চোখের জল মুছতে মুছতে নিজেদের দুর্ভাগ্য আর কষ্টের কথা দৈনিক গণকন্ঠ কে শেয়ার করেন।নদী গর্ভে বিলিন হয়ে যাওয়া বসত ভিঠা হারা লোক গুলোর কষ্ট চরমে পৌচ্ছে গেছে।তারা দুবেলা রান্না করা খাবার ঠিক ভাবে খেতে পারছে না এমন কি বর্তমানে তাদের জীবন ব্যবস্থা বেশ কষ্টকর হয়েছে।

নদী ভাঙ্গন রোদে পানি উন্নায়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার পর ও প্রকৃতির কাছে প্রতিবছর হার মানতে হচ্ছে।প্রকৃতির খেলায় বিলিন হচ্ছে শত শত বসত ভিঠা ও বাড়ী ঘর।

গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন বন্যাকবলিত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারদের সহতা প্রদান করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here