গুরুদাসপুরে সুবিধাভোগি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ

0
80
গুরুদাসপুরে সুবিধাভোগি প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ

রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ৫৯৮ জন প্রতিবন্ধী ভাতাকার্ড ধারীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৭নভেম্বর) সকালে চাপিলা ইউনিয়ন পরিষদে সামাজিক দুরুত্ব এবং মাস্ক ব্যবহারের মাধ্যমে ওই সকল ভাতাকার্ডভোগী প্রতিবন্ধীদের মাঝে ২৫০০টাকা করে বিতরণ করেন চাপিলা ইউপি চেয়ারম্যান মোঃ আলাল উদ্দিন ভুট্টু। এছাড়া চেয়ারম্যানের নিজস্ব তহবিল থেকে প্রায় ১ হাজার গরীব অসহায় মানুষকে মাস্ক প্রদান করা হয়।

ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন ভুট্টু জানান, করোনা প্রতিরোধে সামাজিক দুরুত্ব নিশ্চিত করে এবং আমার নিজস্ব অর্থায়নে প্রতিটি ভাতাভোগি ব্যক্তিকে মাস্ক প্রদান করে জনসচেতনতামুলক বক্তব্য রেখে তাদের মাঝে টাকা বিতরণ করা হচ্ছে। আজকে প্রতিবন্ধী ভাতা কার্ডের টাকা বিতরণ করা হলো। পর্যায়ক্রমে বিতরণ করা হবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকাল ভাতা, ভিজিডি, খাদ্য বান্ধব কর্মসূচির সুবিধাভোগী, ভিজিএফ সুবিধাভোগি, কোভিড ১৯ জনিত পরিস্থিতি মোকাবেলায় সুবিধাভোগি ও শিশু খাদ্য বিতরণের মাধ্যমে মোট ১০৬৪জনকে নগদ অর্থ প্রদান করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here