গোঁজামিল দুনিয়া
শাহেদসরোওয়ার্দী
প্রেমিকা তুমি হও না আপন
আপন শুধু ঘরের বউ,
কত সুধা অপাত্রে গেল
প্রেমিকা তুমি পরের বউ।
প্রেম ক্ষুধা অবারিত-অসীম
স্বামী-স্ত্রী তে মেটে না,
মধুর দাম্পত্য চিতাতে পোড়ে
সুখ যাতনা সয় না।
আবুলের বউ বাবুলের ঘরে
বাবুলের মেয়ে আবুলের,
শ্যালিকার বিয়ে হলে কেন
মন পুড়ে খাক শাবুলের!কার যে কোথায় লটর-পটর
ইটিশ-পিটিশ কার ভেতর!
কার মন ভেঙে নারী
কারে করো কার আদর!
প্রেমিকার জন্য মারামারি
সে প্রেমিকাও তোমার না,
আঁতে ঘা লাগলেই পর
আসলেতো কেউ কারো না।
দুনিয়া আজ গোঁজামিল
সম্পর্কের জোর নড়বড়,
এর বউ ওর হয় আজ
আসলে তুমি কার বর?
কী জমানা যে পরলো ভাই
কার বউ কার হায়!
চোখ ইশারায় প্রেমাভিসারে
স্ত্রীর ঘরে গোখরো যায়।প্রেমিকা তুমি হও না আপন
আপন শুধু ঘরের বউ,
কত সুধা অপাত্রে গেল
পরের ঘরে নিজের বউ।








