চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী, সিট সংকটে হাসপাতালগুলো

0
88
চট্টগ্রামে বাড়ছে করোনা রোগী, সিট সংকটে হাসপাতালগুলো

এম. মতিন, চট্টগ্রাম প্রতিনিধি: লকডাউন শিথিলের পর থেকে চট্টগ্রামে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গতকাল মঙ্গলবার (১২মে) একদিনেই চট্টগ্রামে ৪ ল্যাবে (ফৌজদারহাটের বিআইটিআইডি, সিভাসু , চমেক ও কমেক) ৪৭৯ নমুনা পরীক্ষা করে ৮৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গত ৮ দিনে চট্টগ্রামে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩৩২ জন।এদিকে চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) শয্যা সংখ্যা।

জানা যায়, চট্টগ্রামে করোনা ভাইরাসের পরীক্ষা শুরু হয় ২৫ মার্চ। আর প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১০ দিন পর ৩ এপ্রিল। ১ মাস পর ৪ মে চট্টগ্রামে মোট করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা দাঁড়ায় ৮৯ জনে। এরপর মাত্র ৮ দিনে চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৫ গুণ।আজ বুধবার (১৩ মে) দুপুর ২টা পর্যন্ত চট্টগ্রামের ৩ হাসপাতালে ৯৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছিলেন। এই চিত্রটি বলে দিচ্ছে চট্টগ্রামে করোনার সংক্রমণ কতটা ব্যাপক আকারে রূপ নিয়েছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার (১২ মে) পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৪১১ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ জন, মারা গেছেন ২৩ জন। বাকি ৩০৯ জনের এখনো করোনা পজিটিভ। অথচ চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা চিকিৎসার জন্য হাসপাতালে সিট আছে সবমিলিয়ে ২২০টি। সিভিল সার্জন জানিয়েছেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ সিটের আইসোলেশন ও ১০ সিটের আইসিইউ ওয়ার্ড, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০ সিটের আইসোলেশন ওয়ার্ড ছাড়াও একই এলাকায় অবস্থিত ফিল্ড হাসপাতালে ৫০ সিট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩০ সিটের অবজারভেশন ওয়ার্ড আপাতত ব্যবহার করা হচ্ছে করোনা রোগীদের চিকিৎসার জন্য।

চট্টগ্রামের হাসপাতালগুলোতে ২২০ সিটের বিপরীতে ৩০৯ জন আক্রান্তের এই ধাক্কা সামাল দিতে দৃশ্যমান উপসর্গ না থাকলে রোগীকে বাড়িতে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য প্রশাসন।চট্টগ্রামে করোনাভাইরাস বিস্তারের ‘দুটি কারণ’ উল্লেখ করে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী বলেন, ‘মূলত দুটি কারণে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা বেড়েছে বলে মনে করছি আমরা। এর মধ্যে প্রথম কারণটি হচ্ছে আমরা টেস্টের পরিমাণ তুলনামূলকভাবে বাড়িয়েছি। ৩টি ল্যাবে এখন আমরা ৩শ থেকে ৪০০ নমুনা পরীক্ষা করতে পারছি। তাছাড়া গত কিছুদিন ধরে সামাজিক দূরত্ব না মানার প্রবণতা বেড়েছে সবার মধ্যে। কাজেই সংক্রমণ কিছুটা ছড়িয়েছে এটাও ঠিক।’

চট্টগ্রামে যেভাবে করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা বাড়ছে, এই পরিস্থিতিতে নতুন করে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, ‘আমাদের শনাক্ত বেশি হচ্ছে এটা ঠিক। তবে এদের বেশিরভাগের আবার দৃশ্যমান উপসর্গ নেই বা মৃদু উপসর্গ আছে। নতুন নিয়ম অনুযায়ী মৃদু উপসর্গ থাকা করোনা পজিটিভ রোগীরা বাসাতে থেকেই চিকিৎসা নেবেন। এছাড়া করোনা রোগীদের সেবা দেওয়া ৩ টি হাসপাতালের বাইরে চমেকে ৩০ সিটের একটা অবজারভেশন ওয়ার্ড আছে। ওটাকে ১০০ সিটের আইসোলেশন ওয়ার্ড করার কথা ভাবছে চমেক কর্তৃপক্ষ। তাছাড়া হলিক্রিসেন্টকে প্রস্তুত করা হয়েছে। এরপরও যদি প্রয়োজন হয় তাহলে আমরা বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো ব্যবহার করবো।’

তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের গঠিত কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান বলেন, ‘চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল গুলোতে ৫০-৬০টির মতো আইসিইউ শয্যা আছে। এসব হাসপাতালে ভেন্টিলেটর আছে ৩০-৩৫টি। আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা থাকা ১২টি বেসরকারি হাসপাতালের কোনটিই এখন করোনা আক্রান্তদের কাজে আসছে না।’ প্রসঙ্গত গত ৪ এপ্রিল চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির এক নির্দেশনায় করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য আইসিইউ ও ভেন্টিলেটর সুবিধা থাকা চট্টগ্রামের ১২টি বেসরকারি হাসপাতাল বাছাই করে দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাতে অধিকাংশ হাসপাতালের মালিকের সেই নির্দেশনা মানতে গড়িমসি করছেন।বর্তমানে এসব বেসরকারি ক্লিনিক-হাসপাতাল করোনা রোগী ভর্তি রাখতে চূড়ান্ত অনীহা ও অস্বীকৃতি প্রকাশ করে। যার ফলে আইসিইউ সেবা না পেয়ে ৩ জন করোনা রোগীর মৃত্যু হয় বলে জানান স্বাচিপ গঠিত কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ডা. আ ন ম মিনহাজুর রহমান।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here