চাঁদপুরে লালতীর আলুর বাম্পার ফলন

0
127

স্টাফ রিপোর্টার, মোঃতপছিল হাছান: চাঁদপুর বাবুর হাটে লাল তীর সীড লি: কর্তৃক আয়োজিত লাল তীর ডায়ামন্ট আলুর মাঠ দিবস পালিত হয়। গত ২২ ফেব্রুয়ারী সোমবার বিকালে বহরী দিঘীর পাড় বাবুর হাট চাঁদপুরে মো: ডা: আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে কৃষক মো: আলমগীর ভূইয়ার মাঠে ২শত কৃষকদের নিয়ে লাল তীর সীড লিমিটেড এর ডায়ামন্ট আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লাল তীর সীড এর পক্ষে ভার্চুয়ালে বক্তব্য রাখেন কৃষিবিদ জহির আহমেদ হেড অফ সেলস। আরো বক্তব্য রাখেন ডিভিশনাল ম্যানেজার জনাব মনিরুল ইসলাম স্বপন, রিজিওনাল ম্যানেজার মো: ওয়াহিদ আখতার এবং সহযোগিতায় টেরিটরি ম্যানেজার (চাঁদপুর) মো: রাসেল হোসেন এবং পিডিএস মাহমুদুল হোসেন। কৃষক প্রতিনিধির মধ্যে বক্তব্য রাখেন, চাষী মো: আলমগীর ভূইয়া, কাউন্সিলর মো: জামাল ভূইয়া।

ডিলারের পক্ষ থেকে বক্তব্য রাখেন সবুজ, বীজ ভান্ডারের সত্বাধীকারী জনাব মো: সাত্তার খান। উক্ত অনুষ্ঠানে সকল কৃষক আশাবাদ ব্যক্ত করেন যে, এই জাতটি অন্যান্য জাতের থেকে রোগ প্রতিরোধী এবং ফলন বেশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here