জন্মবার্ষিকীতে কামারুজ্জামানের স্মৃতির প্রতি রাবি ছাত্রলীগের শ্রদ্ধা

0
100
জন্মবার্ষিকীতে কামারুজ্জামানের স্মৃতির প্রতি রাবি ছাত্রলীগের শ্রদ্ধা

খোরশেদ আলম, রাবি প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর,জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার ৯৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগ । শুক্রবার (২৬জুন) সাড়ে এগারোটায় রাজশাহী শহরের কাদিরগঞ্জ এলাকায় কামারুজ্জামান হেনার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা ।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি) শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু, সহ-সভাপতি কাজী লিংকন, তৌহিদ মোরশেদ, যুগ্মসাধারণ সম্পাদক সরকার ডন, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশু,এনায়েত হোসেন রাজুসহ আরো অনেকে । উল্লেখ্য, এ এইচ এম কামারুজ্জামান ২৬ জুন ১৯২৩ সালে নাটোরের বাগাতিপাড়ায় মামা বাড়িতে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সভাপতি,বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে গঠিত অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। একজন নির্লোভ, সৎ ও দেশপ্রেমিক নেতা হিসেবে তার পরিচিতি ছিল আমৃত্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here