জলঢাকায় এমপি রানার’ পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান

0
99
জলঢাকায় এমপি রানার' পুজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল। আজ শুক্রবার সকালে উপজেলার মিরগঞ্জ হাট সার্বজনীন কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে তিনি এক আলোচনা সভায় অংশগ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতিয়পাটির সদস্যসচিব ও সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, মন্দির কমিটির সভাপতি বাবু ভুপেন্দ্র নাথ অধিকারী, কালকেওট উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা রায়, মন্দির কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষক রঞ্জিত রায়, জাপা নেতা বাবলুর রহমান, জাতীয়পাটির যুগ্ম সম্পাদক তহমিদুর রহমান মিলন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে বাংলাদেশের নাম বিশ্বে আলোচিত হচ্ছে এমন মন্তব্য করে এমপি ‘রানা ‘ বলেছেন, দুর্গাপূজা এখন দেশের একটি সার্বজনীন উৎসব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক প্রকৃষ্ট উদাহরণ। তাই সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গঠনে এগিয়ে আসতে হবে। এ সময় তিনি প্রতিটি মন্ডপে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here