জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত

0
90
জলঢাকায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনামাছ অবমুক্ত

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। আজ শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা পরিষদ পুকুরে রুই জাতীয় পোনামাছ অবমুক্ত করেন স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা জাপার সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা জাপার যুগ্ম আহবায়ক তাহমিদুর রহমান মিলন, যুগ্ম আহবায়ক বাবলুর রহমান বাবলু, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সিরাজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে এমপি রানা মোহাম্মদ সোহেল বলেন, এদেশের প্রধান খাদ্য হচ্ছে মাছ। এসময় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ করার আহবান জানান তিনি। ২০২০ সালে ২১ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হচ্ছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনামাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মাছচাষী গণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here