জলঢাকায় স্বামী- স্ত্রী সহ ৪ জন করোনা পজেটিভ

0
171
জলঢাকায় স্বামী- স্ত্রী সহ ৪ জন করোনা পজেটিভ

আনোয়ার হোসেন, জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় আজ শনিবার (২৭ জুন) দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় এক স্বাস্থ্যকর্মী তার স্বামীসহ ৪জনের দেহে করোনা পজেটিভ ধরা পরেছে। এরমধ্য নতুন করে ৩জন ও একজনের দেহে পুনরায় পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৭ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধায় দিনাজপুর পিসিআর ল্যাব থেকে আসা নমুনা টেস্টে নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা পজেটিভ আসে। তারা ১৮ জুন নমুনা দিয়েছিল। এর মধ্যে শৌলমারি ইউনিয়নের কাজিপাড়া গ্রামের স্বাস্থ্যকর্মী রাবেয়া বেগম ও তার স্বামী হাফিজুর রহমান, গোলমুণ্ডা ইউনিয়নের ১ জন (মোতাকিবিল্লাহ্) ও জলঢাকা পৌরসভার কাজিরহাটের স্বাস্থ্যকর্মী সাইফুল ইসলাম বুলবুল। উল্লেখ্য সাইফুল ইসলাম বুলবুলের ২য়বার করোনা পজেটিভ ধরা পরেছে। ডাঃ আরিফ হাসনাত জানান উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৬৭ জন। এর মধ্য ২ জন মারা গেছে, ৩৫ জন সুস্থ হয়েছে। ৪ জন জলঢাকা হাসপাতালে আইসোলেশনে ওয়াডে এবং ২৪ জন নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহন করছে। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর ও নীলফামারী মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here