জাজিরায় আতংকের নাম নারায়নগঞ্জজেলা

0
174
নারায়নগঞ্জ

জিহাদুল ইসলাম সুমন, শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা বেশ আলোচিত  বর্তমান সময়ে ,একদিকে যেমন চলছে বহুল আলোচিত পদ্মা সেতুর কাজ যার নির্মান কজের ঠিকাদার চায়না মেজর ব্রিজ ও সিনোহাইড্রো কোম্পানি অপরদিকে চলছে সারা বিশ্বব্যাপি করোনার মহামারি যার উৎপত্তিস্থল চায়না, আর করোনার মাহামারির কারনে কয়েকদিন আগে লকডাউন  করা হয় নারায়নগঞ্জ জেলা।গতকাল শরীয়তপুর জেলায় করোনা আক্রান্ত রোগি সনাক্ত করা হয় মোট ৪জন যার প্রত্যেকেই নারায়নগঞ্জ ফেরত, এর মধ্যে একজন জাজিরার মূলনা ইনিয়নে। আর এর মাঝেও নাওডোবা ইউনিয়নের আব্দুর রব হাওলাদারের ছেলে আব্দুর রাজ্জাক  কয়েকদিন যাবৎ নারায়নগঞ্জ থেকে  আইনসৃঙ্খলা বাহিনির চোখ ফাকিদিয়ে  চলে আসেন বাড়িতে  এবং চলাফেরা করেন রাস্তায়, তাতে এলাকার মানুষের মাঝে একধরনের আতংক বিরাজ করছে। এলাকাবাসির দাবি প্রশাসন যাতে এ বিষয়ে হস্তক্ষেপ করে তাকে হোমকোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করে।দৈনিক বার্ত ২৪ / ১৪ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here