জীবানুনাশক স্প্রের কাজে ব্যস্ত কুষ্টিয়া যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা

0
200
জীবানুনাশক স্প্রের কাজে ব্যস্ত কুষ্টিয়া যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা

কুষ্টিয়া প্রতিনিধি : করোনা ভাইরাস (কোভিড -১৯) আতংকে যখন সারা বাংলাদেশসহ পুরো বিশ্ব ঘরে বন্দি,দেশ এবং মানবতা যখন বিপন্ন, তখন যুব রেড ক্রিসেন্টের যুব সদস্যরা পরিবার পরিজন ছেড়ে জীবানুনাশক স্প্রের কাজে ব্যস্ত।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুষ্টিয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতায় এবং ইউনিট অফিসারের তত্ত্বাবধানে যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়ার সদস্যবৃন্দ করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ার বিভিন্ন সড়কের পাশাপাশি শহরের অন্যতম ব্যস্ত সড়ক এন এস রোডের পাবলিক লাইব্রেরি চত্বর এবং কুষ্টিয়া ইসলামিয়া কলেজ মাঠে অবস্থিত কাচাবাজারে আগত সকল যানবাহনে জীবানুনাশক স্প্রের পাশাপাশি হাতধোয়া এবং মাইকিং এর মাধ্যমে সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন এছাড়াও প্রতিদিন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সমস্ত ওয়ার্ডসহ আশেপাশের সকল ফার্মেসি এবং হাসপাতালে অবস্থিত এ্যাম্বুলেন্স এবং অন্যান্য যানবাহনে জীবানুনাশক স্প্রে কার্যক্রম চলমান রয়েছে। ইউনিটের বরাত দিয়ে জানা যায় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তমোতাবেক তাদের এই কার্যক্রম চলমান থাকবে। দৈনিক বার্তা ২৪ / ১৫ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here