টাঙ্গাইলের কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু

0
172
করোনা উপসর্গ নিয়ে গৃহবধুর মৃত্যু

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার কুমুদিনী হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজকে শনিবার (১৮ই এপ্রিল) সকালে তিনি মারা যান।ফলে তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। মৃত গৃহবধূটি হচ্ছে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার উত্তর যৌতুকী গ্রামের মোশারাফ হোসেনের স্ত্রী কনা আক্তার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে, “ছয় সপ্তাহের গর্ভবর্তী ওই গৃহবধু শরীরে রক্তক্ষরণ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন।আর ওই রাতেই তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তিনি অসুস্থ হয়ে পড়ছিলেন।

তারপর শনিবার তিনি মারা যান।” কিন্তু তাঁর স্বামী অভিযোগ করেছেন, “ভুল চিকিৎসায় তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে।” এদিকে কুমুদিনী হাসপাতালের সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ডা. এবিএম আলী হাসান বলেছেন, “গৃহবধুটি ভর্তির পর সার্জারি হয়েছিল। তারপর করোনা উপসর্গ দেখা দেওয়ায় তাঁকে হাসপাতালের আইসিলিউশনে নেওয়া হয়।” উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানিয়েছেন, “নারীর শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।” দৈনিক বার্তা ২৪ / ১৮ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here