টাঙ্গাইলের ঘাটাইলে লকডাউনের বেড়া উচ্ছেদ করে ৫ বাড়িতে হামলা

0
208

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় নিয়ামতপুর গ্রামে পাঁচটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও দুইজনকে আহত করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য আতিকুর ভুঁইয়া সুমনের বিরুদ্ধে। তবে অভিযোগটি অস্বীকার করেছেন সুমন। ঘাটাইল উপজেলার নিয়ামতপুর গ্রামে করোনা ভাইরাস ঠেকাতে স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করেছে। এতে গ্রামের প্রবেশ পথে বেড়া দেওয়ায় ২ নম্বর ঘাটাইল ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর ভুঁইয়া সুমনের নেতৃত্বে লকডাউনের বেড়া উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতের আধারে ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধ হয়ে ৫টি বাড়ীতে হামলা চালিয়ে দরজা, জানালা, টিনের ভেড়া ভাঙচুর করেছে। উল্লেখ্য যে, এসময় বাধা দিতে গেলে স্থানীয় এক যুবক ও বৃদ্ধ নারী আহত হয়েছেন।

ইউপি সদস্য আতিকুর ভুঁইয়া সুমন জানিয়েছেন, “তার বিরুদ্ধে আনিত অভিযোগটি মিথ্যা। নিজেরাই ভাঙচুর করে তাকে ফাঁসানো চেষ্টা করেছেন।” নিয়ামতপুর গ্রামের ইউপি সদস্য রায়হান খাঁন ভাঙচুরের ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, “এই গ্রামের বাসিন্দারা কাঁচা রাস্তার দুই পাশে বেড়া দিয়েছিলেন। আর পার্শ্ববর্তী ওয়ার্ডের মেম্বার সুমনের নেতৃত্বে লকডাউনের বেড়া ভাঙচুর করে নিয়ে যায় এবং বাড়ী ঘরে হামলা করে ২ জনকে আহত করে।” ২ নম্বর ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দার আলী জানিয়েছেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। রাতেই ঘাটাইল থানার এসআই মতিয়ার ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক বার্তা ২৪ / এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here