টাঙ্গাইলের নাগরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ দোকানীকে জরিমানা

0
131
টাঙ্গাইলের নাগরপুরে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ দোকানীকে জরিমানা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিক্রয়ের উদ্দেশ্যে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় ৮ ফার্মেসীর মালিককে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর । অভিযানে বিভিন্ন ফার্মেসীতে ফিজিশিয়ান’স স্যাম্পল, অনুমোদহীণ, মেয়াদোত্তীর্ণ, জনস্বাস্থ্য হানিকর ঔষধ পাওয়া যায়। এছাড়া কিছু ফার্মেসীর লাইসেন্স যথাযথ নয়। এ সমস্ত অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮ দোকানীকে ঔষধ আইন ১৯৪০ এর ১৮ ধারা লংঘন এর অপরাধে ২৭ ধারা মোতাবেক ১০৫০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় বাজারে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখে অধিকাংশ ঔষধ বিক্রেতা দোকান বন্ধ করে পালিয়ে যায়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, আপনারা সচেতন হয়ে সততার সঙ্গে আপনাদের ব্যবসা পরিচালনা করুন এবং ভোক্তাদের অধিকার রক্ষা করুন। মেয়াদোত্তীর্ণ ঔষধ দোকানে না রেখে তা যথাযথ ভাবে ধ্বংস করুন। পরে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ঔষধ তেবাড়িয়া মাঠে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছা. নার্গিস আক্তার, নাগরপুর থানার এএসআই মো. জহিরুল আলম সহ ঔষধ প্রশাসন টাঙ্গাইল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here