টাঙ্গাইলের বাসাইলে ঝাড়ুতে জাতীয় পতাকা রাখায় নিরাপত্তা প্রহরীকে কারাদণ্ড

0
92
টাঙ্গাইলের বাসাইলে ঝাড়ুতে জাতীয় পতাকা রাখায় নিরাপত্তা প্রহরীকে কারাদণ্ড

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে কৃষি ব্যাংকে জাতীয় পতাকা অবমাননা করায় নিরাপত্তা প্রহরীকে দশ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারাদণ্ড পাওয়া নিরাপত্তা প্রহরীর নাম সুলতান আহমেদ (৫৪)। বুধবার (১৬ ই ডিসেম্বর) বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না এই দণ্ডাদেশ প্রদান করেছেন।

বাসাইকের ইউএনও শামছুন নাহার স্বপ্না জানান, “মহান বিজয় দিবস উপলক্ষে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আজ জাতীয় পতাকা ওঠানোর নির্দেশনা ছিল। সেই নির্দেশনা অমান্য করে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখায় জাতীয় পতাকাকে একটি ঝাড়ুতে টাঙিয়ে রাখা হয়। এতে জাতীয় পতাকার অবমাননা করায় ব্যাংকের নিরাপত্তা প্রহরী সুলতান আহমেদকে দশ দিনের কারাদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, “ব্যাংকের ম্যানেজারসহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here