টাঙ্গাইলের বাসাইলে ৬ টি দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা

0
84
টাঙ্গাইলের বাসাইলে ৬ টি দোকানকে ৩৮ হাজার টাকা জরিমানা

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার বাসাইলে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখার অপরাধে ৬টি দোকানে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজকে সোমবার (৪ ই মে) দুপুরে বাসাইল বাজারের উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেছেন। 
বাসাইলে লকডাউনে দোকান খোলা রাখায় ষ্টীল সামগ্রী নির্মাণকারী দোকান খোলা রাখায় সজীব মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইলেক্ট্রনিক্সের দোকানের মালিক জিয়ারতকে পাঁচ হাজার টাকা, হার্ডওয়ারের দোকানের মালিক বিশ্বজিৎকে পাঁচ হাজার, শাড়ী-কাপড়ের দোকানের মালিক মহাদেব সাহাকে দশ হাজার, চশমা ও ঘড়ির দোকানের মালিক রিপনকে পাঁচ হাজার টাকা ও কসমেটিক্সের দোকানের মালিক  হাশেমকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না এ তথ্যটি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here