টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎ বিল প্রদানে সামাজিক দূরত্ব অমান্য করা হচ্ছে

0
183
টাঙ্গাইলের মির্জাপুরে বিদ্যুৎ বিল প্রদানে সামাজিক দূরত্ব অমান্য করা হচ্ছে

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে বিদ্যুৎ বিল দিতে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। আজকে রবিবার (১৯ ই এপ্রিল) বিলম্ব ফি ছাড়া বিল পরিশোধের শেষ দিন হওয়ায় গ্রাহকের উপস্থিতি বেশি বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছে।

এদিকে জানা গিয়েছে যে, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩৮০০ সেচ লাইন রয়েছে। এতে সারা দেশে করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার আবাসিক বিদ্যুৎ বিল বিলম্ব ফি ছাড়াও পরে পরিশোধ করতে পারবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। তবে, সেচ প্রকল্পের বিল পরিশোধে কোনো নির্দেশনা না থাকায় সেচ মালিকরা নিয়মিত বিল পরিশোধ করছেন। আএ এইজন্য গত মার্চ মাসের বিল পরিশোধের শেষ তারিখ ১৯ এপ্রিল রবিবার বিলম্ব ফি ছাড়া শেষ দিন হওয়ায় সেচ মালিকরা পল্লী বিদ্যুৎ অফিসে ভিড় জমিয়েছেন।এতে পল্লী বিদ্যুৎ অফিস সামাজিক দূরত্ব বজায় রাখতে তিন ফুট অন্তর চিহ্ন ও পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন দিয়ে তদারকি করছে । কিন্তু এদিকে উপস্থিত সেচ গ্রাহকরা তাদের নির্দেশনা না মেনে পাশাপাশি দাঁড়াচ্ছেন বলে পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানিয়েছেন।

অন্যদিকে বিল পরিশোধ করতে আসা কয়েকজন গ্রাহক বলেছেন,”সরকার আবাসিক বিল নেওয়া বর্তমানে বন্ধ রেখেছেন।তবে সেচ প্রকল্পের বিলও একইভাবে বন্ধ রাখা হলে আমাদের ঘর থেকে বের হয়ে এভাবে একত্রিত হতে হতো না। এছাড়াও বিলম্ব ফি ছাড়া আজকেই শেষ দিন । বিলগুলো একটি কাউন্টারে টাকা নেওয়া হচ্ছে। ফলে মানুষের উপস্থিতি বাড়ছে।”

পল্লী বিদ্যুৎ মির্জাপুর জোনাল অফিসের এজিএম মো. দেলোয়ার হোসেন জানিয়েছেন, “মির্জাপুর উপজেলায় ৩৮০০ সেচ লাইন রয়েছে।এতে ১৯ এপ্রিল বিলম্ব ফি ছাড়া বিল পরিশোধের শেষ তারিখ হওয়ায় গ্রাহকরা ভিড় করছে। সরকার আবাসিক বিলের বিষয়ে যে নির্দেশনা দিয়েছে সেচ প্রকল্পের বিষয়ে সে রকম নির্দেশনা নেই। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে চিহ্ন ও অফিসের লোকজন কাজ করছেন।” গ্রাহকরা তা মানছেন না বলে তিনি দাবি করেছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেছেন, “পল্লী বিদ্যুৎ অফিসে গ্রাহকের উপস্থিতি বেশি জানতে পেরে ডিজিএমকে একাধিক কাউন্টারের মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রেখে বিল নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।  দৈনিক বার্তা ২৪ / ১৯ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here