টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের পাঁচ জনেরই করোনা ‘নেগেটিভ’

0
203
টাঙ্গাইলের সখীপুরে একই পরিবারের পাঁচ জনেরই করোনা ‘নেগেটিভ’

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার গজারিয়া গ্রামের আব্দুল মালেক গত মঙ্গলবার রাতে নিজ বাড়িতে জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এতে প্রকৃতপক্ষে আব্দুল মালেক করোনা আক্রান্ত ছিলেন না।  আর এমনকি তাঁর পরিবারের চার সদস্যও করোনা ‘নেগেটিভ’।

আজকে শুক্রবার (০৮ ই মে) দুপুরে  সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়েছিল।

প্রাণঘাতী মহামারী করোনা ভাইরাস সন্দেহে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গত বুধবার বিকেলে তাঁর লাশ দাফন করা হয়েছিল।

সখীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান জানিয়েছেন,”জ্বর, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে ওই ব্যক্তির মৃত্যু খবর শুনে রাতেই মৃত ব্যক্তির পরিবারের পাঁচজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। আজকে শুক্রবার (০৮ ই মে) প্রাপ্ত ফলাফলে মৃত ব্যক্তিসহ পাঁচ সদস্যের কারো দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।”

সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মান্নান মিয়া বলেছেন, “মৃত ব্যক্তির ও আশপাশের কয়েকটি বাড়ি, দোকানপাট লকডাউন করা হয়েছিল। আর এখন তা এমনিতেই প্রত্যাহার হয়েছে।”Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here