টাঙ্গাইলের সখীপুরে মানুষকে ঘরে অবস্থানে প্রয়োজনে আইনি সিদ্ধান্ত গ্রহণ

0
193
টাঙ্গাইলের সখীপুরে মানুষকে ঘরে অবস্থানে প্রয়োজনে আইনি সিদ্ধান্ত গ্রহণ

সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলাকে করোনামুক্ত রাখতে সখীপুর উপজেলা প্রশাসনের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজকে সোমবার (৬ এপ্রিল) সকালে সখীপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা  অনুষ্ঠিত হয়েছে।

এই জরুরি সভায়  সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা’র সভাপতিত্বে সখীপুরে অবস্থানরত মানুষকে ঘরে অবস্থানে প্রয়োজনে আইনি সিদ্ধান্ত গ্রহণের নানাদিক আলোচনা করা হয়েছে।  এতে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জ্ঞাপন এবং  কাচা বাজার ও দোকান ঘর নির্দিষ্ট সময়ের বাইরে খোলা না রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ।

উক্ত জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার সময় অন্যদের মধ্যে সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত শিকদার, পৌরমেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা,  ওসি মো. আমির হোসেন, জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বিআরডিবি চেয়ারম্যান কেবিএম রুহুল আমীনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,  ইউনিয়ন আওয়ামী লী ‘র সভাপতি সম্পাদক, স্কুল কলেজের প্রধানগণ উপস্থিত ছিলেন। দৈনিক বার্তা ২৪ / ০৬ এপ্রিল ২০২০ ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here