সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: হঠাৎ করে গ্যাস লাইনে লিকেজ হয়ে বুধবার আগুন ধরে যায় টাঙ্গাইল শহরের হাউজিং এলাকায় । এরপরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম জানিয়েছেন,”টাঙ্গাইল শহরস্থ পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে বুধবারে গ্যাস লাইনে লিকেজ হয়ে আগুন ধরে গিয়েছিল।”
তিনি আরও বলেছেন, “আর এই খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপন করেছেন। আর এতে কেউ হতাহত হননি। কিন্তু আগুনের আশেপাশে কোন দাহ্যবস্তু থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশংকা ছিল।”









