টেকনাফে বিজিবি’র ব্যবস্থাপনায় হত-দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

0
79
টেকনাফে বিজিবি’র ব্যবস্থাপনায় হত-দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার টেকনাফে ২ বিজিবি’র ব্যবস্থাপনায় কোভিড-১৯ এর প্রেক্ষিত সীমান্তের হতদরিদ্র জনসাধারনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

জানা যায়, ২১ জুলাই দুপুর ১টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় কোভিড-১৯ এর প্রেক্ষিতে হোয়াইক্যং আলহাজ্ব আলী-আছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে সীমান্তের হত-দরিদ্রদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান (পিএসসি) একটি করে সেলাই মেশিন ৩টি পরিবারের মাঝে অনুদান বিতরণ করেন।

অপরদিকে একইদিন দুপুর সোয়া ২টায় হ্নীলা ইউপি’র লেদা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুদান বিতরণ উপলক্ষ্যে ২য় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতেও ৩টি পরিবারের মধ্যে টেকনাফ ২বিজিবির অধিনায়ক প্রধান অতিথি হিসেবে অনুদান বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষক,মেম্বার, রাজনৈতিক নেতা, ব্যাটালিয়ন এবং বিওপি ক্যাম্পে দায়িত্বরত কর্মকর্তাগণ।

টেকনাফ ২বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ফয়সল হাসান খান জানান,টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের জওয়ানেরা জ্বলে ও স্থলে মাদক, চোরাচালান ও মানব পাচাররোধের পাশাপাশি সমাজের হত-দরিদ্র মানুষের সেবায়ও কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here