ঠাকুরগাঁওয়ে চা বিক্রেতাদের পার্শ্বে জেলাপ্রশাসন

0
174
ঠাকুরগাঁওয়ে চা বিক্রেতাদের পার্শ্বে জেলাপ্রশাসন

গৌতম চন্দ্র ,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও পৌরসভাধীন চা বিক্রেতাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (৩ এপ্রিল) শুক্রবার ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে একশত পঞ্চান্ন (১৫৫) জন চা বিক্রেতার মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  এসময় প্রত্যেককে দশ কেজি চাল ও দুই কেজি করে আলু প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান, আশা বণি শিখাসহ জেলার বিভিন্ন কর্মকর্তাগণ।জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম সকলকে বাড়ি থেকে বাইরে না বের হওয়ার জন্য আহ্বান করেন। এবং খাদ্য সামগ্রী বিতরণ কালে তিনি এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, মাননীয় প্রধামন্ত্রীর নিদের্শনা অনুযায়ী যারা কর্ম করতে সক্ষম কিন্তু করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে পারছে না। যার ফলে তারা অনেকে কর্মক্ষম হয়ে পরেছে। তার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা অগ্রাধিকার ভিত্তিক তালিকা তৈরি করে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যারা কর্মহীন হয়ে পরেছে তাদেরকে পর্যায়ক্রমে আমরা রিলিফ সামগ্রী প্রদান করছি। একটা মানুষকেও আমরা কষ্টে থাকতে দিবোনা এটা প্রধানমন্ত্রী শেখ নির্দেশ।তাই ঠাকুরগাঁও জেলা প্রশাসন সেই অনুযায়ী কাজ করছে। দৈনিক বার্তা ২৪ / ০৩ এপ্রিল ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here