দায়িত্ব গ্রহণ করলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম স্যার

0
98
দায়িত্ব গ্রহণ করলেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম স্যার

আবু তালহা, নিজস্ব প্রতিনিধি: আজ সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সালাম স্যার। তিনি বলেন, “আমার প্রথম কাজ হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া এবং বেগবান করা যাতে আমাদের শিক্ষার্থীরা একুশ শতকের উপযোগী দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। তিনি দল, মত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে স্যার বলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। দুর্নীতি কারো কাছেই কাম্য নয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৭৫ একরে দুর্নীতি ও দুর্নীতিবাজদের কোনো স্থান নেই।

গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. শেখ আব্দুস সালাম স্যারকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেন। নিয়োগ আদেশের পর ৩০ সেপ্টেম্বর তিনি মন্ত্রণালয়ে যোগদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here