দিনাজপুরের কাহারোলে একটি শিশু সহ কোভিড-১৯ শনাক্ত ৩ জন

0
93

মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধি: আজ দিনাজপুরের কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নে একই পরিবারের ৩ জন করোনা (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের ১৮ মাসের একটি শিশু। ৩ জনই নারায়ণগঞ্জ ফেরত এবং হোম কোয়ারেন্টাইনে ছিল বলে জানা যায়। 

শনিবার  (২ মে) দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন। 

দিনাজপুর  জেলার ১৩টি উজেলার মধ্যে ৮টি উপজেলায় ২০ জন করোনা রোগি শনাক্ত হলো। এর মধ্যে ১৪ জন পুরুষ, ৪ জন মহিলা ও  ২ জন শিশু। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় শিশুসহ ছয় জন, নবাবগঞ্জে তিন জন, ফুলবাড়ীতে একজন, পার্বতীপুরে একজন, বোচাগঞ্জে একজন, ঘোড়াঘাটে দুইজন,  কাহারোল উপজেলায় চারজন ও হাকিমপুর উপজেলায় দুইজন।

দিনাজপুর জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৫০৬০ জনের মধ্যে ৩৫৫১ জনকে সুস্থ হ‌ওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৫০৯ জন। 
প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ১৮৪ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ৪৭ জন। 

শনিবার  (২ মে) অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ৬৬১ টি,  এ পর্যন্ত ৬২৩ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের  মধ্যে ১৯ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে।

দৈনিক বার্তা ২৪ / ০২ মে এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here