দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা করোনার কবল থেকে মুক্ত হলো

0
88
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা করোনার কবল থেকে মুক্ত হলো

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সকলে বাসায় আইসোলেশনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে সবাই স্বাভাবিক জীবনযাপন করছেন।

গত এপ্রিল মাসে সেতাবগঞ্জে প্রথম একজন করোনা রোগী চিন্হিত হয়। এবং ধীরে ধীরে এই সংখ্যা গিয়ে দাড়ায় ২২ জনে। তবে আক্রান্ত ব্যক্তিগন তাদের সাহসী মনোবল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা প্রশাসনের স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করে আরোগ্যলাভ করেছেন।

বোচাগঞ্জ উপজেলায় মোট রোগী ছিল ২২ জন। তাদের মধ্যে ২০ জন সুস্থ ও ২ জনের মৃত্যু হয়েছে। সুতরাং বোচাগঞ্জ উপজেলা সরকারি তথ্যমতে করোনা মুক্ত।

বোচাগঞ্জ উপজেলায় প্রথম সুস্থ ব্যক্তি হলেন কানিজ তারা(২৪) ও এই পর্যন্ত সর্বশেষ সুস্থ ব্যক্তি হলেন রেজাউল করিম (২৮), বাসা ৩ নং মুশিদহাট ইউনিয়নের বেহাগাঁও গ্রামে।

মাননীয় নৌপরিবহন প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির পক্ষে, প্রতিটি সুস্থ ব্যক্তিকে স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here