দিনাজপুরে প্রথম টিকা গ্রহণ করবেন হুইপ ইকবালুর রহিম এমপি

0
134
দিনাজপুরে প্রথম টিকা গ্রহণ করবেন হুইপ ইকবালুর রহিম এমপি

দিনাজপুর প্রতিনিধি: রবিবার (৭ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। দিনাজপুরে প্রথম করোনার টিকা গ্রহণ করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকাল ১০টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি টিকা নেবেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুছ।

সিভিল সার্জন জানান, ইতিমধ্যে জেলার ১৩টি উপজেলায় করোনার ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। সকালে হুইপ ইকবালুর রহিম টিকা গ্রহণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করবেন। পরে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ সব উপজেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে। তবে কি পরিমাণ মানুষ প্রথম দিনে টিকা গ্রহনের আওতায় আসবেন, তা এখনও নির্ধারণ করা হয়নি বলে জানান তিনি।

হুইপ ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি ২৭ জানুয়ারি টিকা গ্রহণ করা স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার ভাই। বোনের মতো ভাইও প্রথম টিকা গ্রহণের তালিকায় নাম লেখাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here