দিনাজপুরে ৩৯ জন ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত

0
95
দিনাজপুরে ৩৯ জন ডাক্তার নার্স সহ স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর জেলায় ডাক্তার নার্সসহ এ পর্যন্ত ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই নারীসহ ১৩ জন চিকিৎসক, ৩ জন সিনিয়র স্টাফ নার্স ও বাকী ২৬ জন স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, ড্রাইভার, ফার্মাসিষ্ট, অফিস সহায়কসহ বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এই ৩৯ জনের মধ্যে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ডা. শাহ আব্দুল আহাদ (৬৫) মারা গেছেন। দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, সোমবার (২২ জুন) রাত ৯টা পর্যন্ত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতাল ও দিনাজপুর জেলার ১২টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য সরকারী কমিউনিটি ক্লিনিকে কর্মরত চিকিৎসক নার্সসহ ৩৯ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুই নারীসহ ১৩ জন চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স ৩ জন ও বাকী ২৬ জন স্বাস্থ্যকর্মী রয়েছে।

আক্রান্ত ৩৯ স্বাস্থ্যকর্মীর মধ্যে ৮ জনই ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী। তাদের মধ্যে রয়েছেন এই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও এক নারী চিকিৎসক, একজন সিনিয়র স্টাফ নার্স, একজন এ্যাম্বুলেন্স ড্রাইভার, একজন ফার্মাসিষ্ট, দুইজন অফিস সহায়ক ও একজন ওয়ার্ড বয়। দিনাজপুর জেলায় গত ৭ মে সর্বপ্রথম বোচাগঞ্জ উপজেলায় এক স্বাস্থ্যকর্মী হারবাল পারডেনার করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর গত ১০ মে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বুলেন্স ড্রাইভার ও বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হন। ১৫ মে সদর উপজেলায় একজন ডাক্তার ও নবাবগঞ্জে এক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর করোনায় আক্রান্ত হন। ২৬ মে বীরগঞ্জে এক ডাক্তার ও সদরে এক ডাক্তার আক্রান্ত হন। ২৭ মে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৯ জন স্বাস্থ্য সহকারী, একজন রেডিওগ্রাফার ও দুইজন সিএইচসিপিসহ ১২ আক্রান্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here