কুষ্টিয়ার দৌলতপুরে সাংসদ বাদশাহর পক্ষ থেকে চিকিৎসক ও পুলিশদের পিপিই হস্তান্তর

0
180
দৌলতপুরে সাংসদ বাদশাহর পক্ষ থেকে চিকিৎসক ও পুলিশদের পিপিই হস্তান্তর

প্রিতম মজুমদার : চিকিৎসক ও পুলিশ যেন নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড.আঃকাঃম সরওয়ার জাহান বাদশাহর নিজস্ব অর্থায়নে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দৌলতপুর থানা পুলিশের হাতে পিপিই হস্তান্তর করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অরবিন্দ পাল ও দৌলতপুর থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান এর হাতে এই পিপিই তুলে দেন এমপি বাদশাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সহ অন্যান্যরা।

এবিষয়ে সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশা বলেন বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের সকল মানুষ হোম কোরাইন্টাইনে এ থাকলেও দায়িত্বরত চিকিৎসক ও পুলিশ সদস্যরা সর্বোচ্চ ঝুঁকির মধ্যে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাদের ঝুঁকি প্রশমনের জন্য এই পিপিই দেওয়া হয়েছে। ভবিষ্যতে সাংবাদিকদের জন্য এই পিপিই দেওয়া হবে বলে তিনি জানান। দৈনিক বার্তা ২৪ / ০৪ এপ্রিল ২০২০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here