নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
91
নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আলী জাবেদ মান্না, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: মুজিববর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র -এ শ্লোগানকে সামনে রেখে নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে  (৩১ অক্টোবর) শনিবার সকালে র‌্যালিটি নবীগঞ্জ থানা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানায় গিয়ে শেষ হয়। কমিউনিটি পুলিশিং ডের সভাপতি সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল পারভেজ আলম চৌধুরী’র সভাপতিত্বে ও কমিউনিটি পুলিশিং ডের সাধারণ সম্পাদক শামীম আহমেদের পরিচালনায় র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিউনিটি পুলিশিং ডের আহবায়ক ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু,নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম,সেকেন্ড অফিসার সমীরণ দাস,এস আই ফকরুজ্জামান,পারভিন আক্তার,মহিউদ্দিন রতন,মোঃ আবু হানিফ,এএস আই আক্তারুজ্জামান,আব্দুল হান্নান, নবীগঞ্জ  উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, সাংবাদিক মোঃ হাসান চৌধুরী প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিংয়ের স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here