নবীগঞ্জে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

0
93
নবীগঞ্জে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আলী জাবেদ মান্না, নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামে সরকারি ভূমি থেকে অবৈধভাবে মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলনের অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) বিকেলে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেন। প্রশাসন ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের উমরপুর গ্রামের সুমন আহমেদ ও সমর উদ্দিন নামে দুই ব্যক্তি সরকারি ভূমি থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন। তিনি বলেন জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হয় এমন কোনো অপরাধ মূলক কাজ যে কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here