নাটোরের গুরুদাসপুরে ৩ মেয়র প্রার্থীসহ ১১ কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

0
137
নাটোরের গুরুদাসপুরে ৩ মেয়র প্রার্থীসহ ১১ কাউন্সিলর প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে দ্বিতীয় দফায় পৌরসভা নির্বাচন শেষ হয়েছে। এ নির্বাচনের তিন মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলরসহ ১১ কাউন্সিলর প্রার্থীর জামানত বায়েজাপ্ত হয়েছে। নির্বাচনী বিধি অনুসারে উপস্থিত ভোটের শতকরা ৮ ভাগের নিচে হলেই তাদের জামানত বাতিল হয়।অনুসন্ধানে দেখা গেছে,গুরুদাসপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও বিএনপির মেয়র প্রার্থী এ্যাড.আজমুল হক বুলবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯২ ভোট। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সতন্ত্র প্রার্থী আমজাদ হোসেনের (মোবাইল ফোন)জামানত বাতিল হয়েছে। তিনি পান ২ হাজার ১৯৪ ভোট।সতন্ত্রপ্রার্থী আব্দুস সালাম রনি। ক্যারামবোর্ড প্রতীক নিয়ে তিনি পান ৪১৪ ভোট। তিন মেয়র প্রার্থী ছাড়াও ৮জন কাউন্সিলরপ্রার্থী জামানত বায়েজাপ্তের তালিকায় রয়েছেন। তারা হলেন- ৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী ছাইদুল প্রাং ডালিম প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৯ ভোট। একই ওয়ার্ডের সুমন রানা পেয়েছেন ১৭ ভোট। ৫ নম্বর ওয়ার্ডে হাসিবুল হাসান মংলা পান ২৪ ভোট(ডালিম)। ১ নম্বর ওয়ার্ডের বেলাল প্রাং ব্ল্যাকবোর্ড নিয়ে পেয়েছেন ৩৯ ভোট। ২ নম্বর ওয়ার্ডের ডাক্তার অনুকুল কুমার দাম(ডালিম)৪২ ভোট।

জামানত বায়েজাপ্ত কাউন্সিলর প্রার্থীর তালিকায় আরো রয়েছেন-৬ নম্বর ওয়ার্ডের সোহাগ তালুকদার (ডালিম)পেয়েছেন ৫৫ভোট। ৮ নম্বর ওয়ার্ডের শফিকুল ইসলাম (টেবিল ল্যাম্প) প্রতীকে পেয়েছেন মাত্র ৬০ ভোট। ৭ নম্বর ওয়ার্ডের ইমদাদুল হক (ডালিম)১৪ ভোট। তাদের সবার জামানত বাতিল হয়েছে। সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ৩ জনের জামানত বায়েজাপ্ত হচ্ছে। তারা হলেন-(৪,৫ ও ৬)নম্বর ওয়ার্ডের মোছা.নুরজাহান বেগম (জবা ফুল) ১৮১ ভোট। নারীপ্রার্থীদের মধ্যে সর্বনিম্ন ভোট তার। ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মোছা.রোজিনা বেগমের মোট ২০৬। ৭,৮ও ৯ নম্বর ওয়ার্ডে মোছা.জলি খাতুন(জবা ফুল) পেয়েছেন মাত্র ২১৮। তাদের সবার জামানত বায়েজাপ্ত হয়েছে।

উপজেলা রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার মো.তমাল হোসেন জানান,নির্বাচনী বিধি অনুসারে মোট উপস্থিত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট কোন প্রার্থী না পেলে তার জামানতের টাকা বাতিল করে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সে হিসেবে অনেক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। উল্লেখ্য এ নির্বাচনে মোট ভোটার ছিলো ২৫ হাজার ৪ জন। এরমধ্যে ১৯ হাজার ৭৯৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ১২টি কেন্দ্রে প্রদত্ত্ব ভোটের শতকরা গড় উপস্থিতি ৭৯.২০ভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here