নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল পাচার,আটক ৩

0
91
নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারে ফেনসিডিল পাচার,আটক ৩

রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারে অভিনব পন্থায় লুকিয়ে ফেনসিডিল পাচারের সময় তিনি মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় ২১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী একটি বাস থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাগরোম গ্রামের মৃত চাহার উদ্দিন মণ্ডলের ছেলে উকিল উদ্দিন (৩০) ও ফজলুল হকের ছেলে সাজিদ হোসেন (৩৫) এবং দাঁইড়পাড়া গ্রামের আলম শেখের ছেলে রাজন শেখ (৩২)।

বিষয়টি নিশ্চিত করে বড়াইগ্রাম থানার এসআই আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১টায় মানিকপুর এলাকায় একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের ভেতরে গ্যাস সিলিন্ডারে অভিনব পন্থায় লুকিয়ে রাখা ২১৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে আজ শনিবার (১২ ডিসেম্বর) তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে কোর্টের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here