নাটোরে ভেজাল গুড় কারখানায় র‌্যাবের অভিযান,দুই ব্যবসায়ির জেল,জরিমানা

0
86
নাটোরে ভেজাল গুড় কারখানায় র‌্যাবের অভিযান,দুই ব্যবসায়ির জেল,জরিমানা

রাশিদুল ইসলাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলায়  বালিতিতা ইসলামপুর এলাকায় ভেজাল গুর তৈরির কারখানায় র‌্যাবের একটি দল  আজ বুধবার(৩০ সেপ্টেম্বর)  অভিযান চালায়। এসময় ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে ফয়েজ উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া ও নাজবক্সের ছেলে কাবিল হোসেন কে তিন মাসের কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

নাটোর র‌্যাব-৫ জানায়,  সিপিসি-২ নাটোর র‌্যাব ক্যাম্পের  একটি বিশেষ অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান এর নেতৃত্বে নাটোর জেলার লালপুর থানার বালিতিতা ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার অপরাধে ৮০০০ কেজি ভেজাল গুড়, ০৭ কেজি  চুন, ০২ কেজি হাইড্রোজ, তিন কেজি ডালডা,দুই কেজি বাটার, দুই লিটার ক্ষতিকারক রং, ৬০০ টি গুড় তৈরীর মাটির বাটি, একশ কেজি চিনিসহ ফয়েজ উদ্দিনের ছেলে ভুট্টু মিয়া ও জানবক্সের ছেলে কাবিল হোসেন আটক করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাম্মী আক্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ আদেশ দেন। এবং ভ্রাম্যমান আদালতের নির্দেশে জব্দকৃত আলামত ধ্বংস করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here