নারায়ণগঞ্জে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০হাজার টাকা জরিমানা

0
137

নারায়ণগঞ্জ: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নানান অপরাধে ও অভিযোগের ভিত্তিতে ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান ।

তিনি জানান, সদর উপজেলা, সিদ্ধিরগঞ্জ, চিটাগাংরোড এলাকায় চাঁদপুর মেডিকেল হল কে ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারা মোতাবেক ২০ হাজার টাকা , দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অবৈধ প্রকৃয়ায় পণ্য উৎপাদন করায় হিরাঝিল হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৩৮ ধারায় ১০ হাজার) টাকা ও ৪৩ ধারায় ১০ হাজার টাকা, রাজধানী হোটেলকে ৩৮ ধারায় ২০ হাজার টাকা, সোনারগাঁ মিষ্টান্ন ভান্ডারকে ৪৩ ধারায় ৩০ হাজার টাকা এবং এম কে এন্টারপ্রাইজ কে ৪৩ ধারায় ১৫ হাজার টাকা ও ৪৪ ধারায় ১৫হাজার টাকাসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০বিশ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

এসময় জেলা বাজার কর্মকর্তা এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here