নিরবতায় তুমি

0
116

নিরবতায় তুমি
নাসরিন সুলতানা সানজি
 
 সুমদ্রের বিশালতা দেখে কেবলি
 মুগ্ধ নয়ন আমার
 ঢেউগুলো ও যেন ক্লান্তিহীন
 থেমে থাকেনা কখনোই ।
 নিজস্ব গতিতে চলে অবিরত
 নিবর সমুদ্র ।
 তবুও প্রতিটা ঢেউ যেন কিছু বলে যায়
 কড়া নেড়ে দেয় আপন আপন মনে।
 প্রশ্নবিদ্ধ করে যায় প্রতিটা ক্ষণে ,
 উত্তর খুঁজে পাবোনা জেনেও
 সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে
 এই বিশালতা, নিবর ঢেউয়ের মাঝে
 কি যেন খুঁজে পায় বার বার ।
 হে নিবর সাগর তোমায় বলছি
 জানি তোমার এই বিশালতাই আমি কিছুই না
 তুমি স্বার্থপর,হিংস্রের চেয়ে ও হিংস্র তুমি
 একি নিমিষেই তুমি হারিয়ে দিতে পারো
 তবুও জেনে রাখো
 সব কিছু জেনেও শুধু তোমারই প্রেমে পড়ি
 অবিরাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here