নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

0
108
নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা

জামাল হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। আজ বুধবার ৯ ডিসেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলানায়তন এ নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, জয়ীতাদের সংবর্ধনা ও রোকেয়া দিবস লক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন উপেেজলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নইম।

আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জনকে জয়ীতা নির্বাচিতদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা পর্যায়ে সফল জননী হিসাবে উপজেলা বাহাদুরপুর ইউনিয়নের অমরসিংহপুর গ্রামের মৃত- সৈয়ব আলী কন্যা গুলনাহার, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারীতে বাহাদুরপুর ইউনিয়ন ইউনিয়নের সাদাপুর গ্রামের মৃত- আকিমুদ্দিনের কন্যা মোসাঃ সীমায়ারা, নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যামে জীবন শুরু করায় বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামের আলাউদ্দিনের কন্য শান্তা খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নিয়ামতপুর সদর ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের মোঃ মোছাদ্দেক হোসেন চৌধুরীর স্ত্রী মোসাঃ পারুল আক্তার ও শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় ভাবিচা ইউনিয়নের ভাবিচা গ্রামের বিপুল জোয়ার্দারের কন্যা শিল্পী জোয়ার্দ্দারকে শ্রেষ্ঠ জয়িতা নির্বাচন করে তাদের ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here