পরিবারসহ শুভাকাঙ্ক্ষীর কাছে পাঠানো বার্তা – জিয়াউল ইসলাম স্বপন

0
196
জিয়াউল ইসলাম স্বপন. ইউপি চেয়ারম্যান

দৈনিক বার্তা ২৪ ডেস্ক : সত্যিকার অর্থে এই যুদ্ধ ৭১’র মুক্তিযুদ্ধের চাইতে অনিরাপদ যুদ্ধ। যুদ্ধের ময়দানে শত্রু দৃশ্যমান থাকে।এখানে শত্রু শুধু নামেই পরিচিত, কিন্তু অদৃশ্যমান। তাই বলছি, এই লড়াই অনেক জটিল ও কঠিন হচ্ছে, ভবিষ্যতে আরও আরও কঠিন হবে। আমরা কেউ বলতে পারবোনা, আর আমাদের একে অপরের দেখা হবে কিনা! আমার পরিবারের আনেকেই USA ,বড় ভাইয়ের জামাই মেয়ে, চাচাতো বোন জামাই ও হাফিজ সহ আমার মেয়ে কানাডা সহ অনেক আত্বিয়স্বজন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন দেশে । সবাইকে বলছি, এই যুদ্ধ বড় জটিল ও কঠিন হবে।

কিন্তু জিততেই হবে, যে কোনকিছুর বিনিময়েই হোক। সবাইকেই সেই একই কথা বলছি, সতর্কতা, বুদ্ধি আর সাহস দিয়ে শত্রুকে পরাস্ত করতেই হবে। এছাড়া একটু অসাবধানে তুমি পরাস্ত হবে। মানুষ্য সভ্যতা ধ্বংস হয়ে যাবে। কারণ সত্যিটা তো এই যে, এই অদৃশ্য শত্রুকে ধ্বংস করবার জন্য আমাদের কাছে উদ্ভাবিত কোন মারণাস্ত্র (ঔষধ বা চিকিৎসা) নেই। এই মাটি আর মানুষ আমার বড়ই চেনা ও আপন।দূর প্রান্তে থেকেও ভাইবোন গুলো আমার মাধ্যমে এই আপন বড়ইচেনা মানুষ গুলোর জন্য করে যাচ্ছেন।আমি তাদের প্রতি আমার দোয়া ও ভালোবাসা জানাচ্ছি। এই মাটি আর মানুষ আমার বড়ই চেনা ও আপন।তাদের কথা মনে করলে ঘরে থাকতে পারছি না।বারং বার মনে হচ্ছে একটু পাশে থাকলে তারা সাহস পেত বাঁচার স্বপ্ন দেখতো l সকলের মতো।আমি ছুটে যাচ্ছি সেই মাটির টানে – ভালোবাসার টানে। যদি কখনো পরাস্ত হয় আমি সবাই নিজ অন্তর থেকে ক্ষমা করে দিবেন।রেখে যাওয়া মানুষগুলোর প্রতি একটু সহানুভূতি জোগাবেন। আবার বলছি, Be Clean, Be Alart, Be Save & Stay at room.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here