প্রিয় আজ তোমার জন্মদিন
এসএম জামাল
ক্যালেন্ডারের পাতা
গুনে গুনে দেখলাম,
আজ তুমি বাইশ পেরিয়ে তেইশে পদার্পণ করেছো…
পূর্ণতায় বাইশ…
এইতো সেদিন তোমায় দেখলাম
পাশাপাশি হাটলাম….
আইসক্রীম হাতে নিয়ে
রাস্তার ধার দিয়ে……
তোমাকে সাথে নিয়ে
ছিলো তারাও
তোমার বোন ও স্বজনরা
সঙ্গী হয়ে,,,,,,,,
প্রতি গ্রীষ্মে তুমি যখন হয়েছিলে তৃষ্ণার্ত,
কুড়িটি বর্ষা ভিজিয়েছে তোমায় অবিরত…
হয়তোবা কোন এক বরষায় আমিও চেয়েছিলাম,
তোমার সাথে কাকভেজা হতে…
শরৎ-হেমন্তে তুমি যখন
একা একা ভাসছিলে নীলের মাঝে
সাদা মেঘের ভেলায়,
ছুয়েছিলো হয়তোবা শীতের রিক্ততাও,
কুড়িটি বসন্ত ভরেছিলো যাকে পূর্ণতায়…
একশত বিরানব্বই অমাবস্যার কালো আধারে ছেয়েছিলো যখনই
প্রতিবার তুমি দেখেছিলে পূর্ণ চন্দ্রিমা,
চাই ভালো থেকো, এতটুকুই শুভাশা
আজ জন্মদিন তোমার
শুভ জন্মদিন প্রিয়তমা…








