বগুড়ায় বেড়েছে সব ধরনের চালের দাম

0
127
বগুড়ায় বেড়েছে সব ধরনের চালের দাম

নিজস্ব প্রতিনিধি: বগুড়ার হাটবাজারগুলোতে বেড়েছে সব ধরনের চালের দাম। প্রকারভেদে মোটা চিকন চাল কেজিপ্রতি ২ থেকে ৫ টাকা বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন, রোজগার না বাড়লেও চালের বাড়তি দামে হিমশিম খাচ্ছেন তারা।

বগুড়ার হাটবাজারগুলোতে আমন ধানের নতুন চাল উঠলেও দাম কমেনি। বরং নতুন, পুরাতন প্রকার ভেদে চালের দাম বেড়েছে। বাজারে ধানের দাম বাড়ায় চালের দাম বেড়েছে বলে জানান পাইকারি বিক্রেতারা। বিক্রেতারা জানান, চালের দাম বেশি হওয়ায় ক্রেতারা প্রয়োজনের বেশি চাল কিনছেন না।

ক্রেতারা বলছেন, নতুন ধান উঠলে বাজারে চালের দাম কমবে। কিন্তু এবার বাজারের চিত্র উল্টো। করোনার সময় আয় না বাড়লে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে তাদের। বগুড়ার গোদারপাড়া পাইকারি হাটে প্রতি কেজি কাটারিভোগ ৫৮ টাকা, বিআর-২৮, ৫২ টাকা, বিআর-২৯, ৪৭ থেকে ৫০ টাকা টাকা ধরে বিক্রি হচ্ছে। বগুড়া গোদারপাড়া পাইকারি হাটে প্রতিদিন প্রায় ১০০ টন চাল কেনাবেচা হয়। কৃষকরা চাল আনেন জেলার কাহালু, শেরপুর ও দূপচাঁচিয়া উপজেলা থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here