বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক সমিতির মানববন্ধন

0
96
বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক সমিতির মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)।

মঙ্গলবার সকাল ১১টায় কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ের বঙ্গবন্ধুর ভাষ্কর্য চত্বরে সংগঠনের শিক্ষকদের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) আঞ্চলিক কমিটির সহসভাপতি এসএম মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিরা খানমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস)’র সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, কুষ্টিয়া জিলা স্কুলের সহকারী শিক্ষক রোকনুজ্জামান, মোল্লা মাহবুব, কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা বানু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান বাংলাদেশের সংবিধানের অংশ। বঙ্গবন্ধুর উপর আঘাত করা মানে সংবিধানের উপর আঘাত করা। যারা বঙ্গবন্ধুকে উপর আঘাত করবে, এ দেশের আইন মানবে না, ধর্মের নামে উস্কানিমূলক কথা বলবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করতে হবে। এদেশে থাকতে হলে সংবিধানের নিয়ম মেনে চলতে হবে।

বক্তারা আরও বলেন, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি, তখন কিছু দুর্বৃত্ত ধর্মের নামে উস্কানিমূলক কথা বলছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোর দাবী জানান তারা।মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here