বর্ষার শুরুতেই রাজবাড়ীতে পদ্মায় ভাঙন, আতঙ্কে পড়েছে নদীপাড়ের অসহায় মানুষেরা

0
119
বর্ষার শুরুতেই রাজবাড়ীতে পদ্মায় ভাঙন, আতঙ্কে পড়েছে নদীপাড়ের অসহায় মানুষেরা

বর্ষার শুরুতেই রাজবাড়ীতে পদ্মায় ভাঙন, আতঙ্কে পড়েছে নদীপাড়ের অসহায় মানুষেরা

দৈনিক বার্তা ডেস্ক:বর্ষা মৌসুম শুরুর সাথে সাথেই রাজবাড়ীতে পাল্লা দিয়ে শুরু হয়েছে নদীভাঙন। জেলার ৮৫ কিলোমিটার নদীপথের বেশ কয়েকটি স্থানে দেখা দিয়েছে ভাঙন। আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের হাজার হাজার মানুষের। হুমকিতে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়ার ফেরি ও লঞ্চঘাট।   পদ্মায় প্রচণ্ড বাতাস সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে গত একসপ্তাহের ভাঙনে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও সদর উপজেলার বিভিন্ন স্থান ও শতাধিক বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যে কোন সময় নদীগর্ভে বিলীন হতে পারে জেলা সদরের চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উড়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, কবরস্থান, বাজারসহ শত শত বসতবাড়ি।

বুধবার (১৭ জুন) সরেজমিনে এলাকাবাসী জানান, বর্ষার শুরুতিই ভাঙন দেখা দিয়েছে রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর, সিলিমপুর, উড়াকান্দা ও লালগোলা এলাকায়। এছারাড়াও ভাঙন শুরু হয়েছে গোয়ালন্দ উপজেলার দেবোগ্রাম ও দৌলতদিয়া ইউনিয়নেও। এমনকি ভাঙন দেখা দিয়েছে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন চর এলাকা যে কারণে হুমকিতে রয়েছে ফেরি ও লঞ্চঘাট।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম শেখ জানান, ভাঙন এলাকা চিহ্নিত করে বালুর বস্তা ফেলা শুরু হয়েছে, আশা করছি এ বছর বর্ষা মৌসুমে আমরা রাজবাড়ী জেলায় ভাঙনরোধে সক্ষম হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here