বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণ ঝূকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে – স্বাস্থ্য অধিদপ্তর

0
217
মোঃ শহিদুল্লাহ্

স্বাস্থ্য অধিদপ্তর  সংক্রামক রোগ প্রতিরোধ,নিয়ন্ত্রণ,ও নির্মূল আইনের ধারা বলে সমগ্র বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণ ঝূকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে৷ এখন প্রয়োজন সামাজিক সংহতি

       

মোঃ শহিদুল্লাহ্: স্মারক নং-স্বাঃ অধিঃ/করোনা/২০২০-৩৪ তাং ১৬ এপ্রিল ২০২০/৩ বৈশাখ ১৪২৭ মুলে অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ,মহা পরিচালক,স্বাস্থ্য অধিদপ্তর,মহাখালী ঢাকা স্বাক্ষরিত এক অফিস আদেশে সংক্রামক রোগ(প্রতিরোধ’নিয়ন্ত্রন ও নির্মূল)আইন ২০১৮(২০১৮সালের ৬১ নং আইন)এর ১১(১)ধারার ক্ষমতা বলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে ৷ঘোষণায় বলা হয়েছে–

 বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারী আকারে বিস্তার লাভ করেছে৷ লক্ষ লক্ষ লোক আক্রান্ত হয়েছে ও লক্ষাধিক লোক মৃত্যুবরণ করেছে৷ বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই ভাইরাসের সংক্রমণ ঘটেছে৷ হাঁচি কাশি ও পরস্পরের মেলামেশার কারণে এ রোগের বিস্তার ঘটে৷ এখন পর্যন্ত বিশ্বে এ রোগের কোন প্রতিষেধক আবিষ্কার হয়নি৷ এ রোগের একমাত্র প্রতিষেধক হলো পরস্পর হতে পরস্পরকে দূরত্বে অবস্থান করা৷

যেহেতু জনসাধারণের একে অপরের সাথে মেলামেশা নিষিদ্ধ করা ছাড়া সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব নয়৷ এবং যেহেতু বাংলাদেশের বিভিন্ন এলাকায় এই রোগের সংক্রমণ ঘটেছে-

 সেহেতু সংক্রামক রোগ(প্রতিরোধ’নিয়ন্ত্রন ও নির্মূল)আইন ২০১৮ (২০১৮সালের ৬১ নং আইন)এর১১(১)ধারার ক্ষমতা বলে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুকিপূর্ণ এলাকা ঘোষণা  করা হলো৷ জনসাধারণকে

(১)করোনা ভাইরাসের  সংক্রমণ প্রশমনে  অবশ্যই ঘরে অবস্থান করতে হবে৷ অতীব জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের হওয়া যাবে না৷

 (২) এক এলাকা হতে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো৷

(৩) সন্ধ্যা ৬.০০টা হতে সকাল ৬.০০টা পর্যন্ত কেউ ঘরের বাইরে যেতে পারবেনা৷

এই নির্দেশাবলী জনসাধারণকে কঠোরভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো৷ এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে উপরে বর্ণিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে৷ স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সরকারী প্রশাসন ও কর্তৃপক্ষের সহায়তা নিয়ে আইনের অন্য ধারাগুলো প্রয়োগ করার ক্ষমতা সংরক্ষণ করবেন৷

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ১৬ এপ্রিল ২০২০/ ৩ বৈশাখ ১৪২৭ তারিখে এই আদেশ জারি করা হলো৷

৩১শে ডিসেম্বর উহান শহরে নিউমোনিয়ার মতো একটি রোগ ছড়াতে দেখে প্রথম চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিষয়টি জানায়৷ এই রোগে ১১ই জানুয়ারি সর্বপ্রথম একজনের মৃত্যু ঘটে।

কীভাবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল তা সঠিকভাবে চিহ্নিত করতে পারেননি কোন বিশেষজ্ঞ৷

তবে খুব সম্ভবত কোন প্রাণী এই ভাইরাস জনিত রোগের উৎস ছিল।প্রাণী দেহ থেকেই প্রথম ভাইরাসটি উহান শহরের যে কোন মানুষের শরীরে ঢুকেছে, এবং তারপর মানুষ থেকে মানুষে ছড়িয়েছে বলে সবার ধারণা৷

এর আগে গবেষণায় পাওয় যায় যে সার্স ভাইরাস প্রথমে বাদুড় এবং পরে গন্ধগোকুল থেকে মানুষের দেহে ঢোকে। মার্স ভাইরাস আসে উট থেকে।

করোনা (কোভিড-১৯)রোগ ছড়ানোর পিছনে

চীনের উহান শহরে সামুদ্রিক খাবারের একটি বাজারে গিয়েছিল এমন লোকদের সম্পর্ক আছে বলে বিশেষজ্ঞ মহল ধারণা করছেন।

ওই বাজারে অবৈধভাবে বন্যপ্রাণী বেচাকেনা হতো

বেলুগা ও তিমি জাতীয় সামুদ্রিক প্রাণী করোনা ভাইরাস বহন করতে পারে বলে ধারনা অনেকের। উহানের ওই বাজারে জীবন্ত মুরগি, বাদুড়, খরগোশ, এবং সাপও বিক্রি হতো।

তাদের থেকেও এই নতুন ভাইরাস এসে থাকতে পারে মর্মে ধারনা পোষণ করা হয়৷

এই রোগটি বর্তমানে মহামারীর আকার নিয়েছে এটা এখন বৈশ্বিক মহামারী৷ চীনের পর ইরান, ইতালি, ফ্রান্স, অস্ট্রেলিয়া ইংল্যান্ড  আমেরিকা বেলজিয়ামসহ ২০৫ টি দেশে এ রোগের সংক্রমণ ঘটেছে৷ বাংলাদেশও এই ঘাতক ব্যাধির বিষাক্ত ছোবল থেকে রক্ষা পায়নি৷ বাংলাদেশে ১৭ এপ্রিল ২০২০ পর্যন্ত আক্রান্ত ১৮৩৮ জন, মোট সু¯হ্য হয়েছেন ৫৮জন,মৃত্যু বরণ করেছেন ৭৫ জন, বিগত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৯০ জনের৷আমাদের আক্রান্ত জেলা নারায়নগঞ্জ,ঢাকা,মাদারীপুর,মানিকগঞ্জ,

মুন্সীগঞ্জ, গাইবান্ধা, ইত্যাদি৷

প্রথমে আমাদের দেশে এ রোগের সংক্রমণ ছিল না৷বিদেশ ফেরত কিছু অপরিণামদর্শী ব্যক্তি তাদের শরীরে ঘাতক এই রোগ নিয়ে প্রবেশ করার পর থেকেই এ রোগের বিস্তার চারিদিকে প্রসারিত হয়েছে৷ এ রোগের কোন প্রতিষেধক আজও আবিষ্কৃত হয়নি৷ তাই প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর ধারণাকে সামনে রেখে  রোগগ্রস্ত ব্যক্তির সংস্পর্শ থেকে সুস্থ মানুষদের সরিয়ে রাখার নীতি গ্রহণ করা হয়েছে৷ এরই প্রেক্ষিতে সন্দেহজনক অসুস্থ্য ব্যক্তিকে রোগ শনাক্ত না হওয়া পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে৷  কোয়ারেন্টিনে আছেন যাদের সংখ্যা দিন দিন বাড়ছে৷ কিছু মানুষকে হোম কোয়ারেন্টিনে রাখা হলেও তারা তা না মেনে যত্রতত্র ঘূরে বেড়িয়ে এ রোগের বিস্তৃতি ঘটিয়েছেন৷পুলিশ সেনাবাহিনী সবাইকে ঘরে ফেরানোর চেষ্টা করলেও অপরিনামদর্শী ব্যক্তিরা তা পদে পদে অবহেলা করছেন৷ কর্মহীন খেটে খাওয়া মানুষদের দুবেলা দুমুঠো আহার জোগানোর সরকারের মহতি উদ্যোগ ত্রাণ গ্রহনকালে  নিরাপদ শারিরীক দুরত্ব (৩ ফুট,৫ মিটার) ভেঙ্গে ত্রাণ নেওয়ার কারনেও নিরাপদ সামাজিক দুরত্ব বজায় রাখার উদ্দেশ্য বারবার ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে৷ইতোপূর্বে সরকার ঘোষিত ছুটির সময় দলবল বেধে সবাই নিজ নিজ গ্রামের বাড়ীতে ছুটে গেছে৷ আবার গাদাগাদি করে ফেরীতে উঠে পদব্রজে ঢাকায় ফিরে এসে দেশকে প্রচন্ড করোনা ঝুকিতে ফেলেছে৷

ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণকে একটি বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে।  আমাদের স্বা¯হ্য অধিদপ্তর ১৬ এপ্রিল ২০২০ তারিখ সংক্রামক রোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রণ,ও নির্মূল আইনে ২০১৮ এর ১১(১) ধারা  বলে সমগ্র বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণ ঝূকিপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করে প্রদত্ত মির্দেশাবলী কঠোর ভাবে প্রতিপালনের জন্য অনুরোধ জ্ঞাপনকরেছেন৷

সংক্রামকরোগ(প্রতিরোধ,নিয়ন্ত্রণ,ও নির্মূল আইনে ২০১৮ এর ১১(১) ধারায় বলা হয়েছে-

১১। (১) মহাপরিচালক, সরকারের পূর্বানুমোদনক্রমে, আদেশ দ্বারা, নি¤œবর্ণিত কোনো এলাকাকে সংক্রমিত এলাকা হিসাবে ঘোষণা করিতে পারিবেন, যথা:-

(ক) বাংলাদেশের স্থানীয় কোনো এলাকা বা অঞ্চল যাহা কোনো সংক্রামক ব্যাধি দ্বারা আক্রান্ত হইয়াছে বা আক্রান্ত হইয়া থাকিতে পারে মর্মে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হইতেছে;

(খ) সংক্রমনের বিস্তার নির্মূল বা সীমিত করিবার জন্য সংক্রমিত ব্যক্তি কর্তৃক ব্যবহৃত দ্রব্যাদি, গৃহ, আঙ্গিনা, বাসস্থান বা যানবাহন।

(২) মহাপরিচালক বা ক্ষমতাপ্রাপ্ত কর্মচারীর নিকট যদি প্রতীয়মান হয় যে, যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করিয়া তাৎক্ষণিকভাবে কোনো সংক্রামক রোগ সীমিত বা নির্মূল করা সম্ভব নহে, তাহা হইলে তিনি সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে বা সংক্রমিত স্থানে অন্য কোনো ব্যক্তির প্রবেশ নিষিদ্ধ, সীমিত বা নিয়ন্ত্রণ করিতে পারিবেন।

এই আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে

সংক্রামক রোগ(প্রতিরোধ’নিয়ন্ত্রন ও নির্মূল)আইন ২০১৮(২০১৮সালের ৬১ নং আইন)এর অধিনে শাস্তি দেয়া যাবে৷

সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন-২০১৮-এর ২৫(২) ধারার বিধান মতে, কেউ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বাঁধা দিলে বা নির্দেশ পালনে অসম্মতি জানালে তার তিন মাস কারাদন্ড, অনূর্ধ্ব ৫০ (পঞ্চাশ) হাজার টাকা জরিমানা বা উভয় দন্ড হতে পারে। আর কোনো ব্যক্তি সংক্রামক রোগ সম্পর্কে সঠিক তথ্য জানা থাকার পরও ইচ্ছাকৃতভাবে মিথ্যা বা ভুল তথ্য দিলে তার অনুরূপ কাজ অপরাধ হিসেবে গণ্য হবে এবং তাকে ২ (দুই) মাসের উপরে নয় কারাদন্ডে বা ২৫ (পঁচিশ) হাজার টাকার উপরে নয় অর্থদন্ডে, বা উভয় দন্ডে দন্ডিত করা যাবে ধারা-২৬(২)। মনে রাখা দরকার এই আইনের অধীনে সংঘটিত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত সিআরপিসি’র বিধানাবলী প্রযোজ্য হবে।

এ আইনের ১(৩) ধারার বিধান মতে, যে কোন সংক্রামক রোগের বিস্তার রোধে উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন দেশে আগমন, নির্গমন বা দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল নিষিদ্ধকরণ করা যাবে। এ ছাড়া ধারা ১০(২) এর বিধানানুসারে যদি কোনো বোর্ডিং, আবাসিক হোটেল বা অস্থায়ী বাসস্থানের মালিক বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির যুক্তিসঙ্গত কারণে ধারণা হয়, সে স্থানে বসবাসকারী কোনো ব্যক্তি সংক্রামক রোগে আক্রান্ত হয়েছেন, তাহলে তিনি অনতিবিলম্বে বিষয়টি সংশ্লিষ্ট সিভিল সার্জন এবং জেলা প্রশাসককে অবহিত করবেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here