বাংলাদেশে একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত

0
194
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা

দৈনিক বার্তা ২৪ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৯২ জন এবং একদিনে মৃত্যুবরণ করেছে ১০ জন ।

আজ, সোমবার (২০ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে এ সব তথ্য উপস্থাপন করেন । তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বাধিক ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করে সর্বোচ্চ ৪৯২ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আর এ নিয়ে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৪৮ জনে। গতকালের চেয়ে করোনায় পরীক্ষা হয়েছে ৫.৫ শতাংশ বেশি। এছাড়া করোনায় এখন পর্যন্ত প্রাণ হারালো ১০১ জন। আজকে নতুন করে যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ২ জন নারী। এছাড়া হোম কোয়ারেন্টাইনে আছেন প্রায় দেড় লাখ মানুষ। দৈনিক বার্তা ২৪ / ২০ এপ্রিল ২০২০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here