বাংলাদেশে যে সকল ল্যাবে শনাক্ত করা হচ্ছে ‘করোনাভাইরাস’

0
225
'করোনাভাইরাস'


সাবিহা মঞ্জুর অনিকা, ঢাকা প্রতিনিধি : করোনা সংক্রমণের পর থেকে বর্তমানে বাংলাদেশে নিম্নোক্ত  মোট ১৭টি ল্যাবে করোনা শনাক্তকরণে কাজ চলছে :-

১। রোগতত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (IEDCR), ঢাকা।যোগাযোগ: 02-9898796

২। ইনস্টিটিউট অব পাবলিক হেলথ(জনস্বাস্থ্য ইনস্টিটিউট), মহাখালী, ঢাকা।যোগাযোগ: 02-8821361

৩। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম।যোগাযোগ: 031-2780426

৪। শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (CHRF), ঢাকা।যোগাযোগ: 02-48110117

৫। আইসিডিডিআরবি (ICDDRB), ঢাকা।যোগাযোগ: 09666-771100

৬। আইডিইএসএইচআই (IDESHI), ঢাকা।যোগাযোগ: 01793-163304

৭। ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরী মেডিসিন, ঢাকা।যোগাযোগ: 02-9139817

৮। রংপুর মেডিকেল কলেজ, রংপুর।যোগাযোগ: 0521-63388

৯। রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী।যোগাযোগ: 0721-772150

১০। ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।যোগাযোগ: 02-55165088

১১। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ময়মনসিংহ।যোগাযোগ: 091-66063

১২। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট।যোগাযোগ: 0821-713667

১৩। খুলনা মেডিকেল কলেজ, খুলনা।যোগাযোগ: 041-760350

১৪। শেরে বাংলা মেডিকেল কলেজ, বরিশাল।যোগাযোগ: 0431-2173547

১৫। কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার।যোগাযোগ: 01821-431144

১৬। আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি, ঢাকা।যোগাযোগ: 01769-016616

১৭। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা।যোগাযোগ: 01866-637482

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here